ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডিমলায় আ.লীগ-জামায়াত সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ডিমলায় আ.লীগ-জামায়াত সংঘর্ষে আহত ১০

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় আওয়ামী লীগ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নিজপাড়া ঠুটারডাঙ্গা বাজারে এ সংঘর্ষ হয়।



এ ঘটনায় গুরুতর আহত ডিমলা উপজেলা শিবিরের সভাপতি অপিয়ার রহমানকে (২৫) আটক করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আহত অন্যরা হলেন- আওয়ামীলীগ কর্মী নিজপাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও বাবুল হোসেনের ছেলে মাসুদ (২৪)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুই মাস কারাবন্দি থাকার পর শনিবার বিকেলে মুক্তি পান ডিমলা উপজেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার। এতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় আনন্দ মিছিল বের করে। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে উভয় পক্ষের দশজন আহত হয়। গুরুতর আহত উপজেলা শিবিরের সভাপতি অপিয়ার রহমানকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে, অবস্থার অবনতি হলে তাকে পুলিশি প্রহরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান জানান, সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক শিবির সভাপতির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।