ঢাকা: সুষ্ঠু তদন্তের মাধ্যমে ময়মনসিংহে জাকাত ট্র্যাজেডির মূল হোতার বিচার এবং ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকের বেতন বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও ৩৭ শতাংশ গার্মেন্টস কারখানায় এখনও বেতন দেয়া হয়নি। কারণ এসব গার্মেন্টসের ৬০ ভাগের মালিক সংসদ সদস্যরা।
বর্তমান সরকার লুটেরাদের প্রতিনিধিত্ব করে বলে গার্মেন্টস শিল্পের এই বেহাল দশা ।
গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, রাষ্ট্র এবং সমাজে যখন ক্ষমতার বাহাদুরি চলে তখন তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। এর উৎকৃষ্ট উদাহরণ সিলেটে সামিউল আলম রাজন হত্যা। পুরো রাষ্ট্র এখন ক্ষমতার উন্মাদনায় ব্যস্ত। সরকার মুখে উন্নয়নের ফুলঝুড়ি ছড়াচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আইএএ/আরআই