ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লন্ডন যাচ্ছেন না সৈয়দ আশরাফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
লন্ডন যাচ্ছেন না সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: পরিবারের সঙ্গে ঈদ করতে লন্ডন যাওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই এবারের ঈদে লন্ডন সফর বাতিল করলেন তিনি।



সৈয়দ আশরাফের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রটি জানায়, ঈদের আগের সফর স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সৈয়দ আশরাফ। মঙ্গলবার রাতে গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ওই সিদ্ধান্তের কথা জানান তিনি।

গত ৯ জুলাই এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে। তখন থেকেই তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রয়েছেন।

ওই ঘোষণার পর থেকেই জানা যাচ্ছিলো ১৫ জুলাই (বুধবার) সৈয়দ আশরাফ লন্ডন যাচ্ছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে। যাত্রার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর ১৪ জুলাই (মঙ্গলবার) রাতেই সিদ্ধান্ত হলো তিনি যাচ্ছেন না।

বাংলাদেশ সময় ১১০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।