ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোয়ান শ্রমিকদের পাওনা আদায়ে সংহতি সমাবেশের ডাক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
সোয়ান শ্রমিকদের পাওনা আদায়ে সংহতি সমাবেশের ডাক

ঢাকা: সোয়ান ‍গার্মেন্টসের শ্রকিদের তিন মাসের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশব্যাপী সংহতি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (১৫ জুলাই) বিকেলে সিপিবি-বাসদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।



বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আয়োজিত সংহতি সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বেতন-বোনাস বঞ্চিত সোয়ানসহ অন্যান্য গার্মেন্টস শ্রমিকদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা চলবে না। সোয়ান গার্মেন্টসের ১৩০০ শ্রমিক গত ৩ মাস যাবত বেতন বোনাস পাচ্ছেন না। পাওনা বেতন ও বোনাসের দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধু সোয়ান নয়, অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদেরও বেতন ও ঈদ বোনাস দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে, যা কোনো ক্রমেই বরদাশত করা যায় না।

সিপিবি-বাসদ নেতারা তাদের বিবৃতিতে অবিলম্বে ঈদের আগে ব্যাংক চালু থাকতেই সোয়ান গার্মেন্টসসহ অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদের পাওনা বেতন-বোনাস দেওয়ার জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।