সিলেট: সিলেটের ওসমানীনগরে ওলামাদল নেতা সিরাজুল ইসলাম রিপনের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার উছমানপুর ইউনিয়নের পরিয়ারখাই নোঁয়াগাঁও গ্রামের মৃত মন্তাজ উল্যার ছেলে এবং ওসমানীনগর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আব্দুল কাইয়ুম চৌধুরী, জুনায়েদ আহমদ চৌধুরী, ছালিক আহমদ চৌধুরী এবং শরীফ আহমদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।
নিহতের পারিববারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেননি সিরাজ। স্বজনরা তার মোবাইল ফোনটিও বন্ধ পান। এরপর বুধবার সকালে স্বজনরা তাকে খুঁজতে গিয়ে ফকিরপাড়া এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরির পর বুধবার দুপুরে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই লোকমান আহমদ বলেন, গ্রাম্য সড়কে একটি পাকা তোরণ নির্মাণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
ওসমানীগনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সন্দেহজনক হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এনইউ/এএএন/আইএ