ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আনসারুল্লাহর হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আনসারুল্লাহর হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইসলামিক পার্টির (বিআইপি) চেয়ারম্যান এম এ রশিদ প্রধানকে আনসারুল্লাহ বাংলাটিমের হত্যার হুমকি ও মহাসচিব মহিউদ্দিন আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার ( ১৬ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ.রশিদ প্রধান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা সেই মতবাদকে সামনে নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আর সে কারণেই নিযিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম-১৩ নামের একটি সংগঠন গত ২৬ জুন চিঠি পাঠিয়ে এবং মোবাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদের ওপর গত ১৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলায় অজ্ঞাতনামা কয়েকজন হামলা চালায়।

তিনি বলেন, হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানায় অভিযোগ দিতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর রায় মামলা না নিয়ে জিডি করতে বাধ্য করে। যার নম্বর ১০৭০।

তিনি বলেন, আমাকে হত্যার হুমকি ও আমাদের মহাসচিবের ওপর হামলার পরও তারা থেমে থাকেনি। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮ টায় একটি মোবাইল নম্বর থেকে আমাদের সংগঠনের মহাসচিব মহিউদ্দিন আহমেদের মোবাইলে ফোন দিয়ে তাকে ও আমাকে এবং আমাদের জোট এনডিএফের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দদের মেরে ফেলার হুমকি দেয় এবং হামলার দায় স্বীকার করে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় আরও একটি জিডি করা হয়েছে বলে তিনি জানান। জিডি নম্বর-১১৪১।

এমএ রশিদ বলেন, এ অবস্থায় আমরা খুবই উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় জীবন যাপন করছি। যে কোনো সময় আমাদের ওপর বড় ধরনের হামলা করতে পারে। তাই হুমকিদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ,ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ১৬,২০১৫
এলকে/আইএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।