ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।
আদালত সূত্র জানায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুকে দীর্ঘদিন ধরে ওই পক্ষটি হত্যার চেষ্টায় লিপ্ত ছিল।
গত ৭ জুলাই বাকৃবি আবাসিক এলাকায় ইফতার করতে গেলে জসিমের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় তারা ওই বাসার মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও তছনছ করেন। এবং বাকৃবি ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এ মামলার আইনজীবি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ক্যাম্পাসে বাবুর আত্মীয়ের বাসা ভাংচুর, লুটপাট ও মোটরসাইকেল পোড়ানো আর তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আদালত ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৩ জুলাই ময়মনসিংহের দ্রুত বিচার আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ করে শহরের বাকৃবি আবাসিক কোয়ার্টারের বাসিন্দা জাহানারা বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে হত্যা চেষ্টা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সুদৃষ্টি কামনা করে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারকে সন্ত্রাসের কলঙ্ক তিলক থেকে মুক্ত করতে হবে।
গত ৭ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হন। মারাত্মক আহত হন বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ ঘটনায় সপ্তাহখানেক আগেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এএসআর