ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার এমপি ইয়াহইয়াকে শো’কজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জাপার এমপি ইয়াহইয়াকে শো’কজ

সিলেট: ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি’ কাজের অভিযোগে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিতে ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানানো হয়েছে।

এরশাদ স্বাক্ষরিত ওই নোটিশে সংসদ সদস্য এহিয়াকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছে, ‘গত ৮ জুলাই জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সিলেট জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে উক্ত ইফতার মাহফিলে আপনাকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কিন্তু আমার নির্দেশে পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা ইফতারে অংশ নিলেও আপনি উক্ত ইফতার পার্টিতে অংশ না নিয়ে দলবল নিয়ে সার্কিট হাউজের দরজা ভাঙচুরসহ অসংখ্য নেতাকর্মীদের মারধর করেন। যার ফলে জাতীয় পার্টির ১৮ নেতাকর্মী গ্রেফতার হয় এবং পার্টির নেতাকর্মীর নামে একটি মামলা রুজু হয়।

এছাড়াও আপনি ওইদিন জেলা জাতীয় পার্টির ইফতারকে পণ্ড করার জন্য অন্য জায়গায় আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেন।

আপনার উপরোক্ত কার্যক্রম কেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতরে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

নোটিশের জবাব না দিলে এহিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এএএন/এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।