ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি থেকে আ’লীগে যোগের নাটক সাজাচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিএনপি থেকে আ’লীগে যোগের নাটক সাজাচ্ছে সরকার ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগ নিজেদের লোকদের বিএনপি সাজিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের নাটক সাজাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

‘একজন মুক্তিযোদ্ধার আত্মহত্যা? মুক্তিযোদ্ধার চেতনাকেই হত্যা করেছে’ শীর্ষক প্রতিবাদ সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।

শাহ মোয়াজ্জেম বলেন, যারা জিয়াউর রহমানের আর্দশে বিশ্বাস করে সে বিএনপির নেতাকর্মীরা কখনোই আওয়ামী লীগে যোগদান করতে পারে না। সরকার বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেই নিজেদের লোকদের দিয়ে এ ধরনের নাটক সাজাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রজাতন্ত্রের কর্মচারী আইন-২০১৫’র কঠোর সমালোচনা করে তিনি বলেন, এক দেশে দুই ধরনের আইন থাকতে পারে না। এটি আইনবিরোধী এবং দেশের সংবিধানবিরোধী।

অনুষ্ঠানে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী মিলনসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।