সিলেট: সিলেটে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা থেকে প্লেনে করে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেট পৌঁছাবেন অর্থমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী শুক্রবার সিলেট পৌঁছবেন তিনি। সন্ধ্যা ৭টায় ধোপাদিঘীরপাড়স্থ বাসভবন হাফিজ কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরদিন শনিবার (১৮ জুলাই) চাঁদ দেখা সাপেক্ষে সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। ওই দিন সকাল ১১টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, সন্ধ্যা ৭টায় একই স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের পরদিন রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইসকন-মন্দিরের আলোচনা সভায় অংশ নেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই দিন দুপুর সোয়া ১২টার দিকে তিনি সিলেট থেকে ফের প্লেনে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
অর্থমন্ত্রীর ছেলে সাহেদ মুকিত সফরসঙ্গী হিসেবে এ সময় তার সঙ্গে থাকবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এএএন/আইএ