ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা জি কে গউছকে ছুরিকাঘাত, দলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
বিএনপি নেতা জি কে গউছকে ছুরিকাঘাত, দলের নিন্দা

ঢাকা: জেলখানায় বন্দি হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে ছুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এ নিন্দা জানান।



তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। এমন কি কারাগারের ভেতরে নিরাপদ বলয়ের মধ্যেও মানুষের জীবন নিরাপদ নয়। জি কে গউছের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারের বিবেচনা করা উচিত। ভিন্ন মতের ব্যক্তিরা এখন কারাবন্দি। এ রকম অবস্থায়েও যদি তারা কারাগারে নির্মমতার শিকার হন; সেক্ষেত্রে সরকার কি কোনোভাবে এর দায় এড়াতে পারে-এমনও প্রশ্ন রাখেন বিএনপির মুখপাত্র।

আসাদুজ্জামান রিপন অবিলম্বে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। পাশাপাশি প্রকৃত দোষিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

শনিবার সকালে কারাগার থেকে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় জি কে গউছ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।