নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আহত হাবিবুর রহমান হাবিব (২০) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাবিবুর রহমান হাবিব ওই ইউনিয়নের বটবীগ্রামের সুজা মিয়ার ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, ঈদের দিন (১৮ জুলাই) সন্ধ্যায় ২০/২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বটবীগ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রবের বাড়িতে ঢোকে। এসময় তারা ওই বাড়ির সুজা মিয়ার ঘরে ঢুকে তার ছেলে হাবিবকে ধাওয়া করে। হাবিব দৌড়ে পাশের ধান ক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
তবে কেন তাকে গুলি করা হয়েছে তা জানাতে পারেনি তারা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ উল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমজেএফ/এসআই