ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিরোধী রাজনীতির ওপর সংকটের দীর্ঘছায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
বিরোধী রাজনীতির ওপর সংকটের দীর্ঘছায়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগের বিজয় রথে বিরোধী রাজনীতি একের পর এক সংকটের ছায়া ফেলেছে। আর এটা দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটাই হলো বাস্তবতা।



রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের মুছাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপি নেতা খালেদা জিয়ার প্রতিসম্মান প্রদর্শন করে বলেন, আপন ঘরে যার শত্রু রয়েছে, তার শত্রুতা করার জন্য বাইরের শত্রু লাগে না।

তিনি আরো বলেছেন, তারা (বিরোধী রাজনেতিক জোট) নিজেরাই তাদের ভুল ও ব্যর্থতার খেসারত দিচ্ছে। যে কারণে আজকে দেশে বিরোধী রাজনীতি অনেক দুর্বল হয়ে পড়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, উপজেলা চেযারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।