ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সভাপতি এম এ মালেক, সা. সম্পাদক কয়সর

যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি এম এ মালেক ও কয়সর এম আহমেদ

ঢাকা: এম এ মালেককে সভাপতি ও কয়সর এম আহমেদকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে রোববার (১৯ জুলাই) এ কমিটি অনুমোদন দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


 
দীর্ঘ ৬ মাস ১০ দিন কারাভোগ শেষে বের হবার পর এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সাংগঠনিক কাজ বলে বাংলানিউজকে জানিয়েছেন বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
 
যুক্তরাজ্য বিএনপির নতুন এ কমিটিতে ১০১ কর্মকর্তা রয়েছেন, উপদেষ্টা করা হয়েছে ৩১ জনকে।
 
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আব্দুল হামিদ চৌধুরীকে। সহ-সভাপতি হয়েছেন আবুল কালাম আযাদ, এম লুৎফর রহমান, আক্তার হোসাইন, মঞ্জুরুস সামাদ চৌধুরী, আনোয়ার হোসেন খোকন, গোলাম রব্বানী, শেখ শামসুদ্দিন শামীম, ব্যারিস্টার কামরুজ্জামান ও ফরিদ উদ্দিন। যুগ্ম-সম্পাদক হয়েছেন সহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তাজ উদ্দিন।
 
কমিটিতে ১০ জন সহ-সম্পাদক, ৪ জন সাংগঠনিক সম্পাদক, ৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন বিষয়ে ১৯ জন সম্পাদক ও সহ-সম্পাদক এবং ৫৭ জন সদস্য রাখা হয়েছে।
 
এছাড়া, যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ সব জোনাল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে যুক্তরাজ্য কেন্দ্রীয় বিএনপির সদস্য হবেন বলে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এজেড/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।