ঢাকা: কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে ২১ ও ২২ জুলাই দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (২০ জুলাই) বেলা পৌনে ৪টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হাসান।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ জুলাই মঙ্গলবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমুহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ২২ জুলাই বুধবার দেশের সকল থানা ও পৌর এলাকা ও কলেজ সমুহে বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে রাজীব আহসানকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
অভিযোগ করে তিনি বলেন, এ ঘটনা সরকারের মদদে আইন-শৃঙ্খালা বাহিনীর কিছু অসাধু কর্মকর্থা মিথ্যা ভাবে সাজিয়েছে।
তিনি বলেন, রাজীব আহসান ঈদ উপলক্ষে তার বাবার কবর জিয়ারত করতে ঢাকা থেকে পটুয়াখালী যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রদলেল সহ-সভাপতি তারেকুজ্জামান, মামুন বিল্লাহ, ইফতেখার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাসসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এসময় গাড়িতে তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেফতার করা হয়।
বাংরাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এনএইচএফ/বিএস
** ছাত্রদলের সভাপতি পটুয়াখালীতে গ্রেফতার