পটুয়াখালী: পটুয়াখালীতে গ্রেফতারকৃত কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজীবকে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুজ্জামান জানান, কারাগার থেকে ওকালত নামা না আসায় রাজীবের আইনজীবীরা জামিন আবেদন করতে পারেননি।
তিনি আরো জানান, সোমবার রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়ক সংলগ্ন দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে একটি প্রাইভেটকার ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজীব ও তার চার সঙ্গীকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে দুমকী থেকে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আনা হয়। এরপর গভীররাতে পটুয়াখালী সদর থানায় আনা হয় ছাত্রদল নেতা রাজীবকে।
পর দিন বিকেল ৩টার দিকে তাকে সদর থানা থেকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত রাজীবের বিরুদ্ধে পল্টন থানায় ১৭টি, মতিঝিল থানায় পাঁচটি ও শাহবাগ থানায় আরো ২৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
এদিকে, রাজীবকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পটুয়াখালী ও বরিশাল বিএনপির নেতারা।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এসআই