ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ ছাত্রদলের বিক্ষোভ-মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ময়মনসিংহ ছাত্রদলের বিক্ষোভ-মিছিলে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে গ্রেফতার ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান আকরামের বাসা তল্লাশির প্রতিবাদে ময়মনসিংহে জেলা ছাত্রদলের বিক্ষোভ-মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

পরে পুলিশি বাধায় সোমবার (২০ জুলাই) বিকেলে শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন নেতাকর্মীরা।



জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজার সভাপতিত্বে বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা এজিএস রাসেল চৌধুরী, জিএস মাহাবুব, রানা, নাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।