ঢাকা: বিএনপি ভাঙার প্রচেষ্টা প্রসঙ্গে ‘কিছু জানা নেই’ বলে জানালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম কোনো কিছু আমার জানা নেই।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। ধানমন্ডি তিন নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ।
বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী আগস্ট মাসের কর্মসূচি প্রণয়নের জন্য এ সভার আহ্বান করা হয়। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
লতিফ সিদ্দিকীর বহিষ্কার প্রসঙ্গে নির্বাচন কমিশনের পদক্ষেপ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন কমিশন আমাদের ডাকলে আমাদের মতামত জানাবো। আশা করি ঈদের ছুটি শেষে নির্বাচন কমিশন ডাকবে। আমরা দলের গঠনতন্ত্র ও সংবিধান অনুযায়ী নিজেদের মতামত তুলে ধরবো।
প্রশাসনের গতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন নিয়ে কোনো রাজনীতি করেন না। প্রশাসন গতিশীল আছে। ভবিষ্যতে আরও গতিশীল হবে। সরকারের কাজ সরকার করবে দলের কাজ দল করবে। আমি এ নীতিতে বিশ্বাস করি। আমি যখন শপথ নেই তখন দলের না সরকারের মন্ত্রী। সেভাবেই কাজ করি। আর যখন দলের কাজ করি তখন দলের লোক হিসেবেই কাজ করি। শেখ হাসিনা প্রশাসনকে নিয়ে রাজনীতি করেন না। তিনি দক্ষ প্রশাসনিক লোক দিয়ে প্রশাসন চালাতে চান। এতে দেশ ও জাতি উপকৃত হবে।
প্রেস ব্রিফিংয়ে সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারের মৃত্যুবাষির্কী ৪০তম। এ ৪০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সমগ্র জাতির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করা হবে। এ জন্য নতুন নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। একটি খসড়া তৈরি করা হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর কর্মসূচি বাস্তাবয়ন করা হবে।
এদিকে বৈঠক সূত্র জানায়, শোকের মাস আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ৩১ আগস্ট সারাদেশে শোক র্যালি কর্মসূচি নেওয়া হতে পারে।
এ সভায় আরও উপস্থিত ছিলেন, মাহাবুব-উল-আলম হানিফ, মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম, অসিম কুমার উকিল, এমএ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃণাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, অ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দি, অপু উকিল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫, আপডেট ১৭৩৬
এসকে/আরআই/আইএ