ঢাকা: বিরোধী রাজনীতি দুর্বলের অপপ্রয়াসে সরকার লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তিনি বলেছেন, এ অপপ্রয়াসেই ছাত্রনেতা রাজীবকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর তাকে বহনকারী গাড়িতে মাদক পাওয়ার কথা উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা উল্লেখ করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এ বিবৃতিতে খালেদা জিয়া বলেন, পবিত্র ঈদের পরদিন বাবার কবর জিয়ারত ও বৃদ্ধা মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে পটুয়াখালী জেলার লেবুখালি ফেরিঘাটে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়। আমি এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। বিরোধী রাজনীতিকে দুর্বল করার অপপ্রয়াসে ছাত্রনেতা রাজীবকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর তাকে বহনকারী গাড়িতে মাদক পাওয়ার প্রচারকে রাজনৈতিক কর্মীদের চরিত্রহননের একটি ঘৃণ্য প্রচারণামূলক নাটক ছাড়া আর কিছু নয়।
খালেদা জিয়া বলেন, সরকারের নির্দেশে মিথ্যা প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকেও আজ জনগণের নিন্দা আর অবিশ্বাসের প্রতিষ্ঠান হিসাবে পরিণত করা হয়েছে। একই দিন ঢাকা ও নরসিংদিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হোসেনকে গ্রেফতারের জন্য পরিচালিত পুলিশি অভিযান প্রমাণ করে যে, ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে রাজনৈতিক সিদ্ধান্তেই গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধারের বিষয়টি একটি ঘৃণ্য প্রচারণা ছাড়া আর কিছু নয়।
দমন-পীড়ন করে ক্ষমতায় থাকা যায় না উল্লেখ করে তিনি বলেন, সরকারের মনে রাখা উচিত, দমন-পীড়ন করে কোনো গণবিরোধী অনির্বাচিত সরকার টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। জনগণের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মুখে এ অগণতান্ত্রিক অবৈধ সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বলেও মন্তব্য খালেদা জিয়ার।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫, আপডেট ২০৩৬
আইএ