নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সেনবাগ বাজারে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, ঈদের পর দিন ১৯ জুলাই রোববার ছাত্রলীগ কার্য নির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত একটি প্যাডে আগামী এক বছরের জন্য সেনবাগ উপজেলায় ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও মাজেদুল ইসলাম তানভীরকে সাধারণ সম্পাদক বলে লিখিতভাবে জানানো হয়।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার বিকেলে সেনবাগ পৌরসভার সাহপুর স্টিল ব্রিজ এলাকা থেকে বর্তমানে ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগানের সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করেন।
একই সময় নতুন কমিটির বিরুদ্ধে সেনবাগ মাদ্রাসা এলাকা থেকে সেনবাগ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
তাদের মিছিলটি সেনবাগ বাজারের তাজনাহার হোটেলের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় রিগানের সমর্থক ও বাবুর সমর্থকরা মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন কর্মী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
সেনবাগ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত সভাপতি ফিরোজ আলম রিগান বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তাকে সভাপতি ও তানভীরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যার অনুলিপি ২০ জুলাই রাতে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিয়ে আসেন।
বুধবার বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সেনবাগ বাজারে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুর সমর্থকরা তাতে হামলা চালান। এ সময় ১০ জন কর্মী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, সেনবাগ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি দাবি করে সাইফুল ইসলাম বাবু জানান, এখনো জেলা ছাত্রলীগের কোনো সম্মেলন হয়নি। তাই আমাদের উপজেলার বর্তমান কমিটি কার্যকর রয়েছে। আর ছাত্রলীগের গঠনতন্ত্রে কেন্দ্র থেকে কখনো উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার নিয়ম নেই।
মঙ্গলবার থেকে রিগানকে সভাপতি ও তানভীরকে সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে রিগানের সমর্থকরা তাতে হামলা চালায় এবং পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আমাদের ৫ কর্মী আহত হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছাত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৫
আরএ/