খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে যাচ্ছে এক সময়ে বঞ্চিত-অবহেলিত খুলনা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এ কথা বলেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
এ সময় মিজানুর রহমান মিজান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বঞ্চনার তালিকা খাটো হয়ে আসছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
মৃত প্রায় শিল্প ও বন্দর নগরী খুলনার শিল্প প্রতিষ্ঠানগুলো সচল হতে শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে খুলনাবাসীকে উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। কিন্তু বর্তমানে তার আর প্রয়োজন নেই। কারণ শেখ হাসিনার সরকারের আমলে এ অঞ্চলের মানুষের দাবিপূরণ হবেই। ইতোমধ্যে কয়েকটি জুট মিল চালু হয়েছে। অন্য শিল্প প্রতিষ্ঠানগুলোও পর্যায়ক্রমে চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আধুনিক রেল স্টেশন, শিল্পকলা একাডেমি ভবন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ, খুলনা-কলকাতা রেল লাইন, খুলনা-মংলা সড়ক, মংলা বন্দর আধুনিকায়ন, পূর্ণাঙ্গ টেলিভিশন সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন, আইটি ভিলেজ, মেরিন একাডেমিসহ যে সব উন্নয়নের দাবিতে খুলনাবাসী দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে, সেসব উন্নয়ন সরকারও চায়। বিশেষ করে প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই আন্তরিক, বলেন মিজান।
এ সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের মধ্যে কাজী এনায়েত হোসেন, আজমল আহমেদ তপন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এমডিএ বাবুল রানা, মোশারফ হোসেনসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমআরএম/আরএম