ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ এক বিবৃতিতে ভারতের আন্ত:নদী সংযোগ প্রকল্প বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ব্রহ্মপুত্রের উজানে বাঁধা দিলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে।
বৃহস্পতিবার(২৩জুলাই’২০১৫) তার সহকারী একান্ত সচিব(এপিএস) কামরুজ্জামার রনীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ব্রহ্মপুত্র নদীটি গণচীন থেকে উৎপত্তি ও উৎসারিত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এ নদীর অধিকাংশ পানি বাংলাদেশ ব্যবহার করে থাকে। সুতরাং নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে এ নদীর পানি ভারতে স্থানান্তর করা হলে তা হবে বাংলাদেশের জন্য প্রাণঘাতী। বাংলাদেশের সেচ ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে। আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ ব্যাপক ভাবে বিপর্যস্ত হবে।
এই নিয়ে বাংলাদেশ ও ভারতের ৬৩ টি অভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে।
এতে আরও বলা হয়, এইবার ভারত যদি এক তরফাভাবে বাংলাদেশের কোন পূর্ব অনুমতি না নিয়ে এই আন্ত:নদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত করে তাহলে তা হবে বাংলাদেশকে গলাটিপে হত্যা করার শামিল। বস্তুত এই সমস্যাটি শুধু এক নম্বর জাতীয় সমস্যাই নয় তা হচ্ছে আমাদের জীবন মরণ সমস্যা।
ভারত এই প্রকল্প চালু করার আগে সরকারকে দেরি না করে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সুদৃঢ় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার মোকাবেলা করতে হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এনএস