ঢাকা: শনি ও রোববার দু’দিনব্যাপী অনুষ্ঠেয় ছাত্রলীগের ২৮তম সম্মেলনে শামসুল কবির রাহাত, ওমর শরীফ এবং শেখ আনিসুজ্জামান রানাসহ ৩৫ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সভাপতি পদের ১৪টি এবং সাধারণ সম্পাদক পদের ২১টি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ছাত্রলীগের ২৮তম সম্মেলনের তিন নির্বাচন কমিশনার সুমন কুন্ডু, মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং শেখ রাসেল স্বাক্ষরিত প্রার্থিতা বাতিলের নামের তালিকা টাঙানো হয়।
এর মাধ্যমে শীর্ষ পদের লড়াই থেকে ছিটকে পড়লেন সবচেয়ে আলোচিত প্রার্থী শামসুল কবির রাহাত। ছাত্রলীগের প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত বয়স ২৯ বছরের চেয়ে একমাস দশ দিন বেশি হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।
এদিকে, একই কারণে বাতিল করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ওমর শরীফ এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানার মনোনয়নপত্রও। এর মধ্যে ওমর শরীফ সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন এবং আনিসুজ্জামান রানা কিনেছিলেন সাধারণ সম্পাদক পদের জন্য।
সম্মেলনের অন্যতম নির্বাচন কমিশনার এবং ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন পত্রে জালিয়াতি করেছেন। তারা হলেন রাইসুল ইসলাম জুয়েল, সিরাজুল ইসলাম এবং এনায়েত হোসেন রেজা।
সভাপতি পদে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন-মো. নাহিদ মিয়া, মশিউর রহমান রুবেল, শামসুল কবির রাহাত, ওমর শরীফ, রাইসুল ইসলাম জুয়েল, শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল, এনায়েত হোসেন রেজা, সিরাজুল ইসলাম, রাকিব হাসান সোহেল, আনিসুর রহমান, এসএম শাহনেওয়াজ প্রধান শুভ, রাজা মাহমুদ চৌধুরী এবং হোসেন আহমেদ চোধুরী।
সভাপতি পদপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে অনেকেই আবার সাধারণ সম্পাদক পদের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা হলেন-আনিসুজ্জামান রানা, মো. খলিলুর রহমানসহ মোট ২১ জন।
৩৫টি মনোনয়ন পত্র বাতিলের পর ২৮তম সম্মেলনে বৈধ প্রার্থী থাকছেন সভাপতি পদে ৬৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪২ জন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এসএ/টিআই