ঢাকা: ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প চালুর ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক পানি আইন লঙ্ঘন করে বাংলাদেশকে স্থায়ী মরুভূমিতে পরিণত করার জন্য ভারত একতরফাভাবে আন্তঃনদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে।
ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একের পর এক বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
চরমোনাই পীর বলেন, পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর কথা থাকলেও আজ পর্যন্ত পরীক্ষা শেষ হয়নি। ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালের প্রায় ছয় কোটি মানুষকে এর খেসারত দিতে হবে। বর্তমান সরকারের আমলে গঙ্গা পানি চুক্তি করা হলেও, গ্যারান্টি ক্লজ না থাকায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী পানি পাচ্ছে না ও বাংলাদেশ মরুভূমিতে পরিণত হচ্ছে।
প্রমত্তা পদ্মা এখন ধু ধু বালুচরে পরিণত হয়েছে। অন্যদিকে, বর্ষার সময় ফারাক্কা গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশ প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রেজাউল করিম বলেন, সম্প্রতি ভারতের সেচমন্ত্রী এ প্রকল্পের ৩টি নদী সংযোগ কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে কোনরূপ আলোচনা না করে এ ধরনের প্রকল্প চালু সম্পূর্ণ বেআইনি ও আন্তর্জাতিক পানি আইনের লঙ্ঘন।
এ প্রকল্প চালু করলে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে ভারতকে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাতিল করতে হবে বলেও মত দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এলকে/এসএস