ময়মনসিংহ: ময়মনসিংহে নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২৭ জনের স্বজনদের পাশে দাঁড়ালেন বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে শহরের সার্কিট হাউজ ডাকবাংলোয় তিনি নিজস্ব তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা, এমপি হিসেবে নিজের তহবিল থেকে একবান টিন ও ঘর নির্মাণের জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি, সালাহ উদ্দিন মুক্তি এমপি, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়জুল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহম্মদ প্রমুখ।
রওশন এরশাদ বলেন, জাকাত ট্র্যাজেডির ঘটনা বেদনাদায়ক। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিহতদের পরিবারের যারা শিক্ষার্থী আছেন, তাদের প্রতি আমি খেয়াল রাখবে।
তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করেই আইনী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএম