ঢাকা: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী।
এ সব কর্মসূচির মধ্যের রয়েছে:
আগামী ৩১ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের সংবাদচিত্র মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। আওয়ামী যুবলীগ আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
পহেলা আগস্ট (শনিবার) রাত ১২টা ০১ মিনিটে শোক মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
ওইদিন দুপুর ১২টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন জেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাদের দোয়া, মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কৃষক লীগের এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৩ আগস্ট) বিকেল ৩টা তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভা। পর দিন মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেল ৩টায় রয়েছে নগর ভবন ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) আয়োজিত আলোচনা সভা।
শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, মিলাদ ও দোয়া মাহফিল।
এরপর সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শনিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে যুব লীগের আলোচনা সভা। বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বাদ আছর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রোববার (০৯ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলতনায়তনে (খামারবাড়ি) স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত ‘রঙ তুলিতে শোক গাথা’ অনুষ্ঠানে দেশের বরেণ্য চিত্র শিল্পীরা অংশ নেবেন। ওই দিন বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে যুব লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল পৌনে ৭টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন (রাষ্ট্রপতি ও প্রধনামন্ত্রী কর্মসূচিতে অংশ নেবেন)। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নগরীর প্রতিটি শাখা থেকে শোক মিছিলসহ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের সম্মানার্থে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও তাদের রুহের মাগফিরাত কামনায় মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত থাকবেন।
বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির, প্যাগোডা, গির্জা এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে অস্বচ্ছল, দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ। বাদ আছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা এবং ১৯ আগস্ট বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (খামার বাড়ি) অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আলোচনা সভা। ২১ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৩ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে যুব মহিলা লীগের আলোচনা সভা। ২৪ আগস্ট বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আইনজীবী পরিরষদের আলোচনা সভা। ২৫ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণ’ শীর্ষক মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা।
২৬ আগস্ট বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনা সভা। ৩০ আগস্ট বিকেল ৪টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা এবং ৩১ আগস্ট বিকেল ৪টা ছাত্রলীগের আলোচনা সভা। ৩ সেপ্টেম্বর ঢাকা আইনজীবী পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা।
এদিকে ৪০ দিনব্যাপী নেওয়া কর্মসূচি চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে যে দিনগুলোতে কর্মসূচি ঘোষণা করা হয়নি, সেসব দিনে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এসকে/এটি