সাভার (ঢাকা): সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাভারে আল-আমিন (৩০) নামে এ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আল-আমিন নিজেকে যুবলীগ কর্মী বলে জানিয়েছেন।
তবে আওয়ামী-যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু জানান, গ্রেফতার আল-আমিন যুবলীগ কর্মী নন।
রোববার (২৬ জুলাই) দিনগত রাতে সাভারের শ্যামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, আল-আমিনের নামে এলাকায় সাধারণ মানুষকে পিটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জমি দখল করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় চুরি ও ছিনতাইয়ের বিষয়ে সাভার মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে।
এছাড়া এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজীরও অভিযোগ রয়েছে আল-আমিনের বিরুদ্ধে।
ভবানীপুরের স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
আটক আল-আমিনকে সোমবার (২৭ জুলাই) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫/আপডেট: ১৬৫৫ ঘণ্টা
এসএইচএন/জেডএস