বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানসহ দলটির চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
অপর তিনজন হলেন- উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা নাজমুল হক, জামায়াত নেতা খোরশেদ আলম এবং রেজাউল করিম।
সোমবার (২৭ জুলাই) বেলা ১২টায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ যানবাহন ভাঙচুর মামলায় আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তারা।
কিন্তু আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, যানবাহন ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর শেরপুর থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নং ২২)। বর্তমানে জি আর মামলা নং- ২৩০/১৩।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এমবিএইচ/আরএম