খুলনা: কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পৃথক পৃথক সময়ে খুলনা মহানগর ও সদর থানা আওয়ামী লীগ এবং মহানগর ছাত্রলীগ এ জন্মদিন উদযাপন করে।
কেক কাটার পর মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিচালনায় দলীয় কার্যালয়ের সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুজ্জামান সাগর, হাফেজ মো. শামীম, সমীর কৃষ্ণ হীরা, জাকির হোসেন, কাউন্সিলর সাহিদুর রহমান সাঈদ, মো. মোর্ত্তুজা শেখ, এস এম আসাদুজ্জামান সাগর, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মো. মোতালেব মিয়া, মো. শিহাব উদ্দিন, নজরুল ইসলাম নজু, এস এম আকিল উদ্দিন, মৃধা কবির হোসেন, আবুল হোসেন, মো. মুজিবুর রহমান মুজিব, সোহেল রানা, তাজমুল ইসলাম তাজু, ড্যানি, শাহীন আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার বঙ্গবন্ধুর দৌহিত্র জয় ৪৪ বছর পূর্ণ করলেন। মুক্তিযুদ্ধ চলাকালে অবরুদ্ধ ঢাকায় ১৯৭১ সালের ২৭ জুলাই পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার দম্পত্তির প্রথম সন্তান জয়ের জন্ম হয়। দেশ স্বাধীনের পর নানা শেখ মুজিবুর রহমান নাম রাখন ‘জয়’।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এমআরএম/আইএ