মানিকগঞ্জ: অভ্যন্তরীণ কোন্দলের জেরে মানিকগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক ইয়াসিনসহ আহত হয়েছেন ১০ নেতাকর্মী।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মানিকগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেলে ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা ও সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল গ্রুপের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হয়।
একই সময় পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহার নেতৃত্বে যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় আসে।
একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো. ইয়াসিন, সফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা আকতার অনু, ছাত্র বিষয়ক সম্পাদক লামিয়া সুলতানা, পাঠাগার বিষয়ক সম্পাদক ছবির হোসেন ও কর্মী মনিরুল ইসলাম আহত হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোনো পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এএটি/এসআর