ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে দুদক চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ায় নিন্দা জানিয়েছে ছাত্রদল।
সোমবার (২৭ জুলাই) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ অবৈধ সরকার তার আজ্ঞাবহ প্রতিষ্ঠানগুলোকে বিরোধী মত দমনের হাতিয়ায় হিসেবে ব্যবহার করছে। ওইসব প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড দেখলে মনে হয় সরকারের সঙ্গে যুক্ত।
তারা বলেন, বর্তমানে সরকারের সঙ্গে যুক্ত থাকলে খুন করেও রেহাই পাওয়া যায়। আর বিরোধী দলে/মতে থাকলে মিথ্যা, বানোয়াট আর উদ্ভট মামলায় হয়রানির জন্য সদা প্রস্তুত থাকে সরকারি সংস্থাগুলো।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে চার্জশিট এরই একটি অংশ বলেন তারা।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আইএ