ঢাকা: বিএনপি ও জামায়াতের কোনো আদর্শ নেই। তাই তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো মিল হতে পারে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহন খান।
সোমবার (২৭ জুলাই) রাজধানীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ঈদ পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিসিপিএ)।
শাজাহান খান বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। কিন্তু বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে। এটা জিয়াউর রহমান সুকৌশলে প্রচার করেন একটা বিভেদ সৃষ্টির জন্য। অন্যদিকে জামায়াত তো কোরআন-হাদিসের ধারে কাছেই নেই। ইসলামের মূল ভিত্তি নামাজ-রোজা-হজ-জাকাত। কিন্তু জামাতের আদর্শ তা নয়। কাজেই এ দুটি দলের কোনো আদর্শই নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের মিল হতে পারে না।
মন্ত্রী বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় আর বিএনপি ২০১১, ১২, ১৩, ১৪, ১৫ সালে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে কিন্তু তারা মুক্তিযুদ্ধের সময় কেথায় ছিল বলেও প্রশ্ন রাখেন তিনি।
নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকার যে কাজ করছে, তাতে কম্পিউটার প্রফেশনালদের অনেক অবদান রয়েছে। তাই তাদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সরকার।
আলোচনায় পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বিজ্ঞান ছাড়া পৃথিবী এগুতে পারে না। বাংলাদেশ এক্ষেত্রে নিজেদের একটা অবস্থানে নিয়ে এসেছে। সরকার ডিজিটার বাংলাদেশ গড়ায় কাজ করছে। এতে কম্পিউটার প্রফেশনালদের বেশি করে কাজ করতে হবে। তবেই দেশ আরও এগুবে।
এ সময় কম্পিউটার প্রফেশনালদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য চেষ্টা করার প্রতিশ্রুত দেন তিনি।
আলোচনা সভায় বিসিপিএ সভাপতি মো. মতিয়ার রহমান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন বিসিপিএ মহাসচিব মো. মফিজুল ইসলাম পিন্টু।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ইইউডি/আইএ