ঢাকা: আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় হুকুমের আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর দায়ে তাকে সাজা ভোগ করতেই হবে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ঈদ পুনর্মিলনীতে এক আলোচনা সভায় নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান এ কথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার প্রফেশনাল অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাজাহান খান বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে। কিন্তু ২০০৬ সালের ৩ জুন জামায়াতের রুকন সম্মেলনে তারেক জিয়া বলেছিলেন,বিএনপি-জামায়াত এক পরিবার।
‘যে দলটি মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নি-সংযোগের মতো ঘটনায় লিপ্ত ছিলো সেই দল কী করে এক পরিবারের হয়? তারা মুক্তিযুদ্ধের দল কীভাবে? তারা বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। কিন্তু বিএনপি তখন কোথায় ছিলো?,’ বিএনপির উদ্দেশে প্রশ্ন করেন তিনি।
নৌমন্ত্রী বলেন, এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর কারণেই আজ বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ২০১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সাধারণ মানুষসহ রাজনীতিকরাও এ আগুনে দগ্ধ হয়েছেন। এই হত্যার কী বিচার হবে না? বিচার হতেই হবে।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করছে তাতে কম্পিউটার পেশাজীবীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।
আয়োজক সংগঠন বিসিপিএ–এর সভাপতি মো. মতিয়ার রহমান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
সভা পরিচালনা করেন বিসিপিএ মহাসচিব মো. মফিজুল ইসলাম পিন্টু।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ইইউডি/এমএ
** বিএনপি-জামায়াতের আদর্শ নেই