রাঙামাটি: সন্তু লারমার সরকারি পদ ছেড়ে দেওয়ার পর সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
তিনি বলেন, সন্তু লারমা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, তা যদি সরকারের বিরুদ্ধে হয়, তবে তাকে আগে তার আঞ্চলিক পরিষদের দায়িত্ব ছেড়ে দিতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবকলীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে পার্বত্য এলাকায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল মওলা।
এ সময় বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি এনএম জাহাঙ্গীর, মৎস্যজীবী লীগের নেতা শ্যামল দেব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এমজেড/