ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিমুল হত্যা মামলা

বিএনপি নেতাসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিএনপি নেতাসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট

যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল হত্যা মামলায় উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীসহ ৯০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম এ চার্জশিট দেন।

চার্জশিটে ছয় আসামিকে অব্যাহতিরও সুপারিশ করা হয়েছে।

যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপির ডাকে দেশব্যাপী হরতাল চলছিল। এদিন দুপুরে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুলের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ উপজেলা শহরে হরতালবিরোধী মিছিল বের করে।

এ সময় হরতাল সমর্থক বিএনপি-জামায়াতের কর্মীরা শিমুলের মাইক্রোবাস ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। এরপর শিমুলসহ অন্য নেতাকর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১১ আসামির নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা শাখার সভাপতি মতিয়ার রহমান ফারাজী, বিএনপি নেতা মনিরুল ফারাজী, নাজমুল ইসলাম, আতিয়ার রহমান, আনিসুর রহমান, নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, রইচ শিকদার, ইউনুচ আলীসহ ৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আজিবর রহমান, সাইফুল শিকারি, ফরিদ হোসেন, তরিকুল ইমলাম, এরশাদ আলী ও ফিরোজ হোসেন নামে ছয় আসামির অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে।

বাংলাদেশ সময়:০৯০১ ঘণ্টা,  জুলাই ২৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।