ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'সভাপতি-সম্পাদকের দায় নেবে না বাকৃবি শাখা ছাত্রলীগ'

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
'সভাপতি-সম্পাদকের দায় নেবে না বাকৃবি শাখা ছাত্রলীগ' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও তাদের সমর্থকদের ‘অপকর্মের’ দায়ভার নেওয়া হবে না বলে জানিয়েছে বাকৃবি ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এ কথা বলেন।



শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান রাহাতের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে যুগ্ম-সম্পাদক খন্দকার তায়েফুর বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মীর জন্য বাকৃবি শাখা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরা টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, ছাত্র হত্যা, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। অথচ এসবের কেউ প্রতিবাদ করলে তাকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে। অপরাজনীতির বলি হতে হয়েছে বেশকিছু সক্রিয় ছাত্রলীগ কর্মীর। কিন্তু সভাপতি-সম্পাদকসহ আর কারো অপরাজনীতির দায়ভার নেবে না বাকৃবি ছাত্রলীগ।

তিনি আরো বলেন, বর্তমান কমিটির অধিকাংশ নেতাকর্মীরা বর্তমান সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। অর্ধশতাধিক নেতাকর্মী তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করে গণস্বাক্ষর করেছে। শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আর সেইসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেবে না। এতে করে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, শাখা ছাত্রলীগের সব বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ অবগত। কেন্দ্রীয় কমিটির নির্দেশে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।