জয়পুরহাট: জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদসহ সাত জামায়াত নেতা ও এক সমর্থকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়া তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন- কালাই উপজেলা জামায়াতের আমির তাইফুল ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির তসলিম উদ্দীন, সেক্রেটারি সুজাউল ইসলাম, সদর উপজেলা জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের রোকন আব্দুল আলিম, আব্দুল বাতেন ও জামায়াত সমর্থক জোবায়ের হোসেন।
আদালত সূত্র জানায়, ২২ জুলাই হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে জেলা আমির ও নাশকতা মামলার তিন পলাতক আসামিসহ রিমান্ডের আদেশ প্রাপ্তরা গোপন বৈঠক করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এমজেড/