ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ ও বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বুধবার (২৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত মানববন্ধনে এ সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
গণহত্যার দায়ে সাকা চৌধুরীকে দেওয়া ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শাজাহান খান বলেন, সাকার ফাঁসির রায়ের মধ্য দিয়ে বাংলার মাটি পাপ ও কলঙ্কমুক্ত হবে।
তিনি বলেন, সাকা চৌধুরী একজন কুরুচিপূর্ণ ও জঘন্যতম ব্যক্তি। অপরাধের শাস্তি পেয়েছেন তিনি।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে নৌমন্ত্রী বলেন, বেগম জিয়া গণহত্যার নায়িকা। তিনি (খালেদা) শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার চিন্তা করছেন। আমরা তাকে স্বাগত জানাই।
পাশাপাশি ‘গণহত্যার’ দায়ে স্পেশাল ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচারের দাবি জানান শাজাহান খান।
খালেদা জিয়াকে ইঙ্গিত করে নৌমন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। আর সেই নির্বাচনের আগে আপনি বাইরে থাকবেন কি-না তা হিসেব করে দেখতে হবে।
শাজাহান খান বলেন, দুর্নীতি ও গণহত্যা মামলায় আপনার (খালেদা জিয়া) সাজা হলে তা রাজনৈতিক উদ্দেশের মামলা হবে না। আর এসব মামলায় সাজা পাওয়ার জন্য প্রস্তুত থাকেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র রানা মানববন্ধন পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
আরইউ/এইচআরএস/এফবি/ জেডএস