ঢাকা: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে পল্টন থানায় নাশকতার চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে ৪০ দিনের রিমান্ড আবেদন করেছে পল্টন থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকালে রাজীব আহসানের আইনজীবী সানা উল্লাহ মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ড শুনানি জন্য বুধবার বেলা ১১টার দিকে তাকে ঢাকা সিএমএম আদালতে আনা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদলতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাসসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এমআই/টিআই