ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৮ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি রাজীব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
৮ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি রাজীব ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান

ঢাকা: রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার চার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।

শুনানি শেষে বুধবার (২৯ জুলাই) এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত।



রাজীব আহসানের আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বেলা ১১টার দিকে রাজীবকে আদালতে হাজির করে তিন থানার নাশকতার ছয় মামলায় মোট ৬০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে পল্টন থানার দু’টি এবং মতিঝিল ও শাহবাগ থানার একটি করে মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাস ও মাদকসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এমআই/টিআই/এএসআর

** ছাত্রদল সভাপতি রাজীবের ৪০ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।