বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের চার নেতাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম বিকেল সাড়ে ৩টার দিকে চার নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের বাসায় হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বিজয় কুমার বর্মন, ওয়াহাব রিন্টু, যুগ্ম-সম্পাদক ওবায়দুল ইসলাম খান অপু ও মনিরুল হাসান পলাশকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এদিকে, চলতি বছরের ১ জুন বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) স্বাদু পানি কেন্দ্রে গিয়ে ইনস্টিটিউটের পাঁচ কর্মকর্তাকে মারধরের অভিযোগ করে এই মামলায় বিজয় কুমার বর্মন, ওয়াহাব রিন্টু ও মনিরুল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম খান অপুর বিরুদ্ধে চার্জশিট দেয় ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
টেন্ডারবাজি, ডাকাতি, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও অস্ত্র আইনসহ একাধিক মামলায় জর্জড়িত হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী।
এদিকে দু’টি মামলায় গ্রেফতার রয়েছেন শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ তিন নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরএ