ঢাকা: কক্সবাজার ও চট্টগ্রামসহ বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রামসহ বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় কোমেন ধেয়ে আসার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল জুড়ে সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। কক্সবাজার উপকূল থেকে চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা উপকূল পর্যন্ত পাঁচ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
সরকারের জারি করা বিপদ সংকেত মেনে চলে সব নৌযান ও জনগণকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
সমুদ্র উপকূলবর্তী জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি, দলের নেতাকর্মীদেরকেও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এলকে/এসএস