ঢাকা : ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে ভারতীয় হাইকমিশনে রক্ষিত শোক বইয়ে সই করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী এম আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় ঢাকার ভারতীয় হাইকমিশনে গিয়ে এ শোক বইতে সই করেন।
এ সময় ভারতীয় হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ছিলেন বলেও বিজ্ঞপ্তিটিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মুজিবুর রহমান বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞান এপিজে আব্দুল কালামের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার আত্মীয়-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যুতে উপ-মহাদেশের মানুষ একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও রাজনীতবিদকে হারালো।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এলকে/আরএম