ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে কাজী জাফরের বৈঠক

পলিটিক্যাল ডেস্ক ‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
খালেদা জিয়ার সঙ্গে কাজী জাফরের বৈঠক খালেদা জিয়া ও কাজী জাফর

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেছেন ২০ দলের অন্যতম শরিক জাতীয় পার্টির (জাপা-কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পার্টির চেয়ারম্যানের সহকারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত নির্দলীয় ও নিরপেক্ষ সরকার নিয়ে বিভিন্ন খবরের বিষয়ে আলোচনা হয়।

খালেদা জিয়া জানিয়েছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার কোন প্রশ্নই উঠে না। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।