ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তত্ত্বাবধায়ক থেকে সরেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
তত্ত্বাবধায়ক থেকে সরেছেন খালেদা সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার (৩১ জুলাই) শিল্পকলা একাডেমিতে যুবলীগের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গতবার নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া যে ভুল করেছেন, আশা করি আগামীতে তিনি সেই ভুল করবেন না।

প্রচলিত নিয়মের আলোকে সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এমইউএম/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।