ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়ার বোধোদয় হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
‘খালেদা জিয়ার বোধোদয় হয়েছে’ বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

ঢাকা: বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, খালেদা জিয়ার এখন বোধোদয় হয়েছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, ধর্মীয় জঙ্গিগোষ্ঠী জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে নির্বাচন করবেন, আর দেশের মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেবে এ ধরনের ভুল করবেন না।



শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখায় এক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে রায়কে রাজনৈতিক ‘প্রতিহিংসামূলক’ বলে মন্তব্য করা হয়েছিল।

এ বিষয়ে আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, বিষয়টি আজ স্পষ্ট যে, আপনাদের রাজনীতি ছিল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য।

ধর্মীয় মৌলবাদ জঙ্গিদের যারা সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান ‍জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।