ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করুন: জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করুন: জয় ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি নিয়োগে কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ১৪তম ‘লেটস টক’ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।



চট্টগ্রাম থেকে আসা এক অংশগ্রহণকারীর প্রশ্নের জবাবে জয় বলেন,‘আপনারা লিখিত অভিযোগ করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রীর অফিস, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করবেন। আমরা দেখে প্রয়োজনীয় নেবো। ’

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘নাম দিয়ে অভিযোগ করতে হবে। শুধু বললে হবে না এখানে এটা হচ্ছে। কে দ‍ুর্নীতি করছে তার নাম উল্লেখ করে অভিযোগ করতে হবে। তার বিরুদ্ধে আমরা তদন্ত করবো, তদন্তে প্রমাণ হলে অবশ্যই তার শাস্তি হবে। ’

‘আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়। এটা রাতারাতি হবে না, সময় লাগবে,’ বলেন জয়।

‘সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোয় দ‍ুর্নীতি কমেছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি কমার এটাও একটা কারণ, আমরা সরকারি
বেতন চারগুণ বাড়িয়েছি। আগে একজন সরকারি কর্মকর্তার চলতে কষ্ট হতো। কারণ ৩০ বছর তার বেতন খুব একটা বাড়েনি। ’

‘বেতন যেহেতু চারগুণ বেড়েছে, এখন কর্মকর্তারাও ভালো আছেন। তাই আর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। ঘুষ ছাড়াই তিনি সৎভাবে পরিবার-পরিজন নিয়ে চলতে পারেন। তাহলে তিনি কেন দ‍ুর্নীতি করবেন,’ যোগ করেন তিনি।  

সজীব ওয়াজেদ জয় বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আর এসব বাস্তবায়ন হয় সরকারের অর্থে, জনগণের ট্যাক্সের টাকায়। ’
আওয়ামী লীগ সরকারের আমলেই এসব উন্নয়ন হয় বলে উল্লেখ করেন তিনি।

জয় বলেন,‘অন্য সরকারের আমলে কেন হয় না? এর দুটো কারণ দু’টো-এক- আমাদের অর্থনীতির যত উন্নয়ন হয়েছে সেভাবে সরকারেরও আয় বেড়েছে। দ্বিতীয়টি হলো-আওয়ামী লীগ সরকার দুর্নীতি কমিয়েছে।

‘বাস্তব কথা হলো সরকারের আয় আগেও ছিল। আগে সরকারের আয় দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হতো। এখন সেটা হচ্ছে না। বেশির ভাগ অর্থ সরকার দেশের মানুষের কাজে ব্যয় করছে। ’

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে জয় বলেন, আগে বিএনপি সরকারের আমলে যে রকম ছিলো,তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বাংলাদেশ বিশ্বে দ‍ুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।

‘এখন যে দ‍ুর্নীতি কমেছে এটার উদাহরণ হচ্ছে দেশের উন্নয়ন, সরকার যে এতো অর্থ ব্যয় করতে পারছে মানুষের সেবায়, দুর্নীতি না কমলে এটা কোন মতে সম্ভব হতো না,’ বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, জুলাই ৩১, ২০১৫
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।