ঢাকা: শোকের মাস আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, সেমিনার, মিছিল-সমাবেশ, কালো ব্যাচ ধারণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, জাতীয় শোক দিবসের পোস্টার-স্মরণিকা প্রকাশ, রক্তদান কর্মসূচি, মিলাদ মাহফিল ইত্যাদি।
গত বৃহস্পতিবার ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রেরিত এক পত্রে প্রতিটি জেলা ইউনিটকে এ কর্মসূচি পালনের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এসএ/এটি।