টুঙ্গিপাড়া থেকে: মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার (০১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এর আগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন জেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।
সৈয়দ আশরাফ বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে আমাদের দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। আমরা ৫ বছর পরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সবার অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে তাদের অস্থিত্ব বলতে কিছু থাকবে না বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মনে করলে যে কোনো সময় নির্বাচন হতে পারে। এই ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে। তিনি মনে করলে সংসদ বাতিল করে নির্বাচনের জন্য রাষ্ট্রপতিতে চিঠি দিতে পারেন। সংবিধানে এটা বলা আছে।
জাতীয় শোক দিবসে খালেদা জিয়াকে আবারও জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ১৫ আগস্ট যদি সত্যিকারের জন্মদিন হয়ে থাকে তাহলেও ১৬ বা ১৭ আগস্ট যেন তিনি জন্মদিন পালন করেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম শীতকালে। কিন্তু তিনি শীতকালে জন্মদিন পালন করেন না। তিনি দেশের জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য শীতকালের পরিবর্তে জুলাই মাসে জন্মদিন পালন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ইয়াহিয়া, জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। আপনি যদি জেনেও যান আপনার নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই, তাহলেও আপনার নির্বাচনে অংশ নেওয়া উচিত।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বর্জন করলে কোনো লাভ হবে না। আপনারা আসুন, আগামী নির্বাচনে অংশ নেন। আমরা আশা করি, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই কারচুপির নির্বাচন হয়নি।
বাসে টুঙ্গিপাড়া আসা প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, এখন তো বৃষ্টির দিন। বেশি যদি গাড়ি থাকে তাহলে হুড়োহুড়ি হয়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেজন্য, আমরা সবাইকে অনুরোধ করেছি, আপনারা গাড়ি নিয়ে আসবেন না। আমরা দলের পক্ষ থেকে বাস সংগ্রহ করবো এবং একসঙ্গে টুঙ্গিপাড়া যাবো আর একসঙ্গে ফিরবো। আপনারা দেখেছেন, আমরা সবচেয়ে সুশৃঙ্খল ভাবে এখানে এসেছি।
শনিবার ঢাকা থেকে ভোর ৬টায় রওয়ানা হয়ে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছায় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে রয়েছেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ইউসুফ হোসেন হুমায়ুন, ফখরুল ইসলাম মুন্সি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সাধারণ সম্পদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পদক মাহাবুব উল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চোধুরী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দলের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ার শফিউল আরেফিন টুটুল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবি তাজুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিৎ রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, শেখ রাসেল, ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবেই গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কৃষক লীগ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫/আপডেট ১৮২৬ ঘণ্টা
এসকে/বিএস
** বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা