টাঙ্গাইল: গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দানের মামলায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
রোববার (২ আগস্ট) বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
বিকেলে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাইল আমলী আদালতে ওই ১১ জন আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এদের মধ্যে রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন শামীমসহ ১১ জন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঘাটাইল কলেজ মোড়ে সমবেত হয়ে মিছিল করেন। পরে তারা চলমান ট্রাক ও বাসের উপর ইট পাটকেল ছুড়তে থাকেন। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।
পরে পুলিশ জানমাল রক্ষার্থে ফাঁকা গুলি করে আসামিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ২০১৫ সালের ১৫ মে ৬৭ জনকে অব্যাহতি দিয়ে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।
ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকসহ ১১ জন রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
আরএ